প্রয়াত শ্বশুরকে হাফসেঞ্চুরি উৎসর্গ করলেন কেকেআরের ব্যাটসম্যান

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

প্রয়াত শ্বশুরকে হাফসেঞ্চুরি উৎসর্গ করলেন কেকেআরের ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক ::
আপনজনকে হারানোর যন্ত্রণা নিয়ে শনিবার মাঠে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা ও কিংস ইলেভেন পাঞ্জাবের মনদীপ সিং।

শুক্রবার বাবাকে হারান মনদীপ সিং আর একইদিনে নাইট ব্যাটসম্যান নীতিশ রানা হারান তার শ্বশুরকে।

তবে এদিকে আইপিএলের কারণে ভারত ছেড়ে সুদূর আরব আমিরাতে এই দুই ব্যাটসম্যান।

বাবাকে শেষ দেখা দেখে যেতে পারেননি মনদীপ আর অন্যদিকে শ্বশুরের মৃত্যুতে স্ত্রীর পাশে দাঁড়াতে পারেননি নীতিশ।

এমন বিয়োগব্যাথা নিয়েই শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রানা ৫৩ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন নীতিশ।

শ্বশুরকে শেষ বিদায় না জানাতে পারলেও মাঠেই তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন নীতিশ।

হাফসেঞ্চুরির পর প্রয়াত শ্বশুরকে তা উৎসর্গ করেন নীতিশ। মাঠেই শ্রদ্ধা জানান। কেকেআরের একটি বিশেষ জার্সি তুলে ধরেন। সেই জার্সির পেছনে লেখা ছিল নীতিশের শ্বশুর সুরিন্দরের নাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল