১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মে ৬, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছেন লাখো মানুষ। এমতাবস্থায় দেশটির জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
আইপিএলের অন্যতম দামি খেলোয়ার ওয়ার্নার। তিনি এখনও ভারতে অবস্থান করছেন।
টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিদেশি ক্রিকেটাররা বাড়ি ফিরতে মরিয়ে হয়ে উঠেছেন। কেউ কেউ ফেরার প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছেন। কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বড় বিপদে পড়েছেন। কারণ ভারত থেকে আপাতত অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ।
এত টানাপোড়নের মাঝেই বাবাকে খোলা চিঠিতে বার্তা পাঠালেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের মেয়ে আইভি। বাবার স্নেহ মমতা পেতে আকুল সে। শুধু আইভি নয় তার আরও দুই বোন বাবার সঙ্গ চায়।
ঋদ্ধিমান সাহার করোনা ধরা পড়ায় আপাতত গোটা সানরাইজার্স হায়দরাবাদ শিবির কোয়ারেন্টিনে আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ক্রিকেটারদের ফেরানোর ব্যাপারে তারা সরকারের কাছ থেকে কোনো রকম ছাড় চাইবে না। তবে কীভাবে অন্য উপায়ে ফেরানো যায় তা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে।
এর মধ্যে ইনস্টাগ্রামে ওয়ার্নার একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে ওয়ার্নার এবং তার স্ত্রীর পাশাপাশি তিন সন্তানের চিত্র আঁকা হয়েছে। ছবির নিচে বড় মেয়ে আইভির লেখা বার্তা, ‘ড্যাডি, সোজা বাড়ি চলে এসো। আমরা তোমাকে মিস করছি। আমরা তোমাকে খুব ভালোবাসি। আইভি, ইন্দি এবং ইসলার পক্ষ থেকে ভালোবাসা রইল।
সন্তানদের খুবই ভালোবাসেন ওয়ার্নার। মেয়ের এমন আকুতি দেখে তর আর সইছে না।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D