Social Bar

ফরাসি ওপেনে পোলিশ চমক, ছিটকে গেলেন হালেপ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

ফরাসি ওপেনে পোলিশ চমক, ছিটকে গেলেন হালেপ

স্পোর্টস ডেস্ক

গতবারের চ্যাম্পিয়ন অ্যাশলি বার্টি ও সদ্য ইউএস ওপেন জেতা নাওমি ওসাকা খেলছেন না এবারের ফরাসি ওপেনে। ইনজুরির কাছে হার মেনে সরে দাঁড়িয়েছেন সেরেনা উইলিয়ামসও। যে কারণে টুর্নামেন্টের হট ফেবারিট ছিলেন সিমোন হালেপ।

কিন্তু পচা শামুকে পা কেটে গেল সিমোনা হালেপের। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে গেলেন এই টেনিস তারকা। হালেপের টানা ১৭ ম্যাচ জয়ের দৌড় থামিয়ে দিয়েছেন ইগা সোয়াতেক।

রোববার রুমানিয়ার তারকা হালেপকে সরাসরি ৬-১, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১৯ বছর বয়সী পোলিশ চমক ইগা সোয়াতেক। শেষ আটে তার প্রতিপক্ষ আরেক বিস্ময় মার্তিনা ত্রেভিসান। ইতালির এই অবাছাই খেলোয়াড় চতুর্থ রাউন্ডে হারিয়েছেন পঞ্চম বাছাই কিকি বার্তেন্সকে।

হালেপকে হারিয়ে পোলিশ তারকা ইগা সোয়াতেক জানিয়েছেন, আমি অবাক যে এটা আমি সম্ভব করতে পেরেছি। আমার মনে হচ্ছে, আমি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছি।

গতবছর ফরাসি ওপেনে হালেপের মুখোমুখি হয়ে মাত্র ৪৫ মিনিটেই গেরে ইগা সোয়াতেক। সেই হারের এক বছরের ব্যবধানে দুর্দান্ত জয়ে কামব্যাক করা ইগা সোয়াতেক বলেছেন, গতবছর আমার অভিজ্ঞতা খুব বেশি ছিল না। বড় স্টেডিয়ামে প্রথম খেলতে নেমেছিলাম। তাই একটু জড়তা ছিল; কিন্তু এরপর আমি নিজের খেলায় উন্নতি করেছি।

নারী এককে মহাঅঘটনের দিনে প্রত্যাশিত সহজ জয়ে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। মার্কিন প্রতিপক্ষ সেবাস্তিয়ান কোর্দাকে সরাসরি ৬-১, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ক্লে কোর্টের রাজা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News