ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন অ্যাশলি

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন অ্যাশলি

খেলা ডেস্ক :

টেনিসের অনেক নক্ষত্রই করোনার ভয়ে অংশ নিচ্ছেন না এবারের ইউএস ওপেনে।

ইউএস ওপেন শেষে ২৭ সেপ্টেম্বর শুরু হবে ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম ফরাসি ওপেন। সেখানেও কোর্টের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেল নক্ষত্রপতন। কাল ফরাসি ওপেনে না খেলার ঘোষণা দিয়েছেন মেয়েদের শীর্ষবাছাই ও রোঁলা গাঁরোর বর্তমান রানী অ্যাশলি বার্টি।

সরে দাঁড়ানোর কারণ করোনা-আতঙ্ক। ইউএস ওপেনেও খেলছেন না এই অস্ট্রেলিয়ান তারকা। গত বছর ফরাসি ওপেনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন বার্টি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল