২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক
হ্যামিল্টন টেস্টের মতো ওয়েলিংটনেও বাজে অবস্থা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে হেরে যাওয়া উইন্ডিজ ওয়েলিংটনেও ব্যাটিং বিপর্যয়ের কারণে ফলোঅনের শঙ্কায় ক্যারিবীয়রা।
নিউজিল্যান্ডের করা ৪৬০ রানের জবাবে শনিবার দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে যায় উইন্ডিজ। টিম সাউদি ও কাইল জেমিসনের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারায় জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি।
ব্যাটিং বিপর্যয়ের দিনে উইকেটে থেকে লড়াই চালিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যান সামারা ব্রুকস ও জার্মেইন ব্লাকউড। সামারা ৯২ বল খেলে করেন মাত্র ১৪ রান। আর ব্লাকউড ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৯২ বলে ১১টি চারের সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৯ রান।
দিনে খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে উইকেট হারান অধিনায়ক জেমসন হোল্ডার ও আলজারি জোসেফ। দ্বিতীয় দিন শেষে উইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ১২৪ রান। এখনও ৩৩৬ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা।
ফলোঅন এড়াতে হলে এখনও ১৩৭ রান করতে হবে তাদের। উইন্ডিজের ৫ ও ২ রানে অপরাজিত আছেন লেজের দুই ব্যাটসম্যান জসু ডি সিলভা ও চেমার হোল্ডার।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৬০ (ইয়ং ৪৩, নিকোলস ১৭৪, মিচেল ৪২, ওয়াগনার ৬৬*। গ্যাব্রিয়েল ৩/৩৯, জোসেফ ৩/১০৯।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১২৪/৮ (ক্যাম্পবেল ১৪, ব্রুকস ১৪, ব্ল্যাকউড ৬৯। জেমিসন ৫/৩৪, সাউদি ৩/২৯)
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D