ফাইনালে ইনজামামের ফেভারিট লাহোর কালান্দার্স

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

ফাইনালে ইনজামামের ফেভারিট লাহোর কালান্দার্স

খেলাধুলা : পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম উল হক মনে করেন এবারের পিএসএলের শিরোপা জিতবে লাহোর কালান্দার্স। এক ইউটিউব ভিডিওতে তামিম ইকবালদের লাহোরকে ‘লাকি টিম’ আখ্যা দিয়ে তাদেরকে শিরোপা জয়ের সম্ভাবনায় এগিয়ে রাখার কথা বলেছেন।৫০ বছর বয়সী ইনজামাম বিশ্বাস করেন চলমান টুর্নামেন্টে এখন অবধি ভাগ্য লাহোর কালান্দার্সের জন্য সহায় হয়েছে। সে কারণেই করাচি কিংসের বিপক্ষে ম্যাচে তাদেরকে এগিয়ে রাখছেন তিনি।ইনজামাম বলেন, ‘যদি আমাকে ফাইনাল নিয়ে কেউ জিজ্ঞাসা করে এটাতে ঠিক বা ভুল হতে পারে। তবে আমি বলবো লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট। আমি এটা বলছি কারণ ভাগ্য গত ৪ বছর তাদের সহায় হয়নি। আমি দেখছি এবারে তেমনটা হচ্ছে।’‘পেশোয়ার জালমির বিপক্ষে সাম্প্রতিক এক ম্যাচে যেভাবে মোহাম্মদ হাফিজ ৭৪ রান করে ম্যাচ শেষ করে এসেছে! এই অলরাউন্ডার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ধরা পড়েছিলেন, তবে কেউ আবেদনই করেনি। ঐ ঘটনার কারণেই লাহোর উতরে গেছে। আরো একটা পয়েন্ট আছে, যেখানে ক্যাচ ড্রপ হয়। ভাগ্য যে তাদের পক্ষে তার লক্ষণ এগুলো।’আজ (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোর কালান্দার্স ও করাচি কিংস শিরোপা জয়ের মিশনে নামবে। দুই দলেরই বোলিং লাইনআপ শক্ত। তাই ইনজামাম মনে করেন মূল লড়াইটা দুই দলের বোরিং ডিপার্টমেন্টের মধ্যেই হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল