ফারাক্কার বাঁধ খোলায় চাঁপাইনবাবগঞ্জ প্লাবিত

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৯

ফারাক্কার বাঁধ খোলায় চাঁপাইনবাবগঞ্জ প্লাবিত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পদ্মার পানি বিপদসীমা ২২ দশমিক ৫০ সেন্টিমিটার ও মহানন্দা ২১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (২ অক্টোবর) সকালে পদ্মার পানি আরও ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২২ দশমিক ২০ সেন্টিমিটার ও মহানন্দায় আরও ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ২০ দশমিক ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

এতে করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ভাঙন শুরু হয়েছে এবং আলাতুলি ও নারায়নপুর ইউনিয়নে অধিকাংশ পরিবার পানির নিচে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ও নয়ালাভাঙা ইউনিয়নের বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, পানি বৃদ্ধির ফলে চরবাগডাঙ্গা বিওপি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এছাড়া আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়ন প্লাবিত হওয়ায় অধিকাংশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ২টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আরিফুল ইসলাম জানান, পাঁকা ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য আরও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

এ দিকে, পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ও মহানন্দা ২২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, পদ্মা ও মহানন্দায় যেভাবে পানি বাড়ছে তাতে বন্যার সম্ভাবনার রয়েছে।

উল্লেখ্য, ভারত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে।

সিলেটের দিনকাল ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল