২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২০
স্পোর্টস ডেস্ক
করোনায় দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় দেশের ক্রিকেটারদের শরীরে ধরা মরচে সাফ করতে ফিটনেস টেস্টের কার্যক্রম হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নভেম্বরের শুরুতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে নেয়া এই ফিটনেস টেস্টে অকৃতকার্য হন জাতীয় দলের একসময়ের সেরা ফিল্ডার ও অলরাউন্ডার নাসির হোসেন।
ফিটনেস পরীক্ষায় পাশের মানদণ্ড ধরা হয়েছিল ১১। আর নাসির পেয়েছিলেন ৮ দশমিক ৫। যে কারণে টুর্নামেন্টে নাসিরের ঠাঁই হয়নি। বিষয়টিতে হতাশ হয়ে সে সময় নাসিরের কড়া সমালোচনা করেন বিসিবি কর্মকর্তাসহ অনেক সাবেক ক্রিকেটার।
চরম হতাশ হয়েছিল দেশের ক্রিকেটপ্রেমীরাও।
প্রশ্ন উঠেছিল, এভাবেই বাংলাদেশের একজন অলরাউন্ডার নিজের ক্যারিয়ার শেষ করে দিলেন? হারিয়ে গেলেন নাসির?
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ হওয়ার পর পরই নাসির জানালেন, এখনও হারিয়ে যাননি তিনি। নিজেকে খুঁজে পেতে ফের যুদ্ধে নেমেছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতোই ২২ গজের মাঠে ফিরতে বদ্ধপরিকর তিনি। ফিটনেস ফিরে পেতে যা যা করার তাই করছেন। ফিট হতে ঘাম ঝড়াচ্ছেন নিয়মিত।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের হতাশ না হতে সে কথাই জানালেন নাসির।
এই অলরাউন্ডার লিখেছেন, ‘ফিট হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি। দয়া করে সবাই আমার জন্য দয়া করবেন।’
হঠাৎ ক্রিকেটের প্রতি নাসিরের এমন টান ও ফিটনেসের জন্য পরিশ্রমের অবশ্য যথেষ্ট কারণ রয়েছে।
২০২১ সালের ২৮ জানুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠেয় টি-টেন লিগে দল পেয়েছেন নাসির।
এ টুর্নামেন্টের আগেই ফিটনেসে উত্তীর্ণ হতে হবে তাকে। তাকে কিনে নিয়েছে পুনে ডেভিলস। এই দলে সতীর্থ হিসেবে নাসির পাচ্ছেন শ্রীলংকার তারকা থিসারা পেরেরা ও ঘূর্ণি জাদুকর অজান্তা মেন্ডিসকে। আরও পাচ্ছেন স্যাম বিলিংস ও সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানানো পাক পেসার মোহাম্মদ আমিরকে।
মোট আটটি দল অংশ নিতে যাচ্ছে এ টুর্নামেন্টে। দলগুলো হলো- বাংলা টাইগার্স, দিল্লি বুলস, কালান্ডার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, পুনে ডেভিলস, টিম আবু ধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স এবং নর্দার্ন ওয়ারিয়র্স।
সব খেলাই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট খেলে নাসির হোসেন করেছেন ১০৪৪ রান। একটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে তাতে। আর বল হাতে উইকেট নিয়েছেন ৮টি।
আর ৬৫টি ওয়ানডে খেলে করেছেন ১২৮১ রান। সেখানেও একটি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে তার। বল হাতে উইকেট নিয়েছেন ২৪টি। টি-টোয়েন্টি ফরমেটে ৩১ ম্যাচ খেলে ৩৭১ রান করেছেন তিনি।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D