সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০
স্পোর্টস ডেস্ক
চলতি মাসের শুরুতেই লাতিন অঞ্চলের ২০২০ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।
যেখানে ইকুয়েডর ও বলিভিয়া বিপক্ষে দুর্দান্ত জয় পায় আর্জেন্টিনা। আর বলিভিয়ার পর পেরুকেও উড়িয়ে দেয় ব্রাজিল।
ওই দুই জয়ে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে শুধু আর্জেন্টিনার। ব্রাজিলের বেলায় অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার র্যাংকিংয়ে সর্বশেষ আপডেট প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
যেখানে ১৩ পয়েন্ট যোগ করে র্যাংকিংয়ে একধাপ এগিয়েছে আর্জেন্টিনা। নবম থেকে অষ্টমে উঠে এসেছে নীল-সাদা জার্সির দল। গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত র্যাংকিংয়ে ১৬২৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে ছিল লিওনেল মেসির দল।
তবে ১৩ পয়েন্ট যোগ করেও আগের অবস্থানেই আছে সেলেকাওরা। নিজেদের তৃতীয় অবস্থান থেকে কোনো উন্নতি হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের।
আর্জেন্টিনার সামনে রয়েছে চমৎকার একটি সুযোগ। আর মাত্র ৪ পয়েন্ট পেলেই উরুগুয়ে ও স্পেনকে পেছনে ফেলে ৬ নম্বরে উঠে যাবে মেসিরা।
এদিকে শীর্ষস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। ৮ কমলেও প্রথম স্থান থেকে নামতে হয়নি বেলজিয়ামকে। দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমেছে কেবল।
১৭ সেপ্টেম্বরে প্রকাশিত র্যাংকিংয়ে বেলজিয়ামের ছিল ১৭৭৩ পয়েন্ট ও ফ্রান্সের ছিল ১৭৪৪ পয়েন্ট।
নিজেদের মধ্যে জায়গা অদল বদল করেছে স্পেন- উরুগুয়ে ও আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। কলম্বিয়া আগের মতোই দশে রয়েছে।
১৬১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ইতালি, ১৬০৭ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে জার্মানি ও ১৫৯৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস।
ব্রাজিলের মতো বাংলাদেশের অবস্থানেরও কোনো পরিবর্তন ঘটেনি। সবশেষ আপডেট অনুযায়ী ৯১৪ পয়েন্ট নিয়ে ১৮৭ নম্বর স্থানেই রয়ে গেছে বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ে সেরা দশ দল (২২ অক্টোবরের আপডেট)
১/ বেলজিয়াম – ১৭৬৫ পয়েন্ট
২/ ফ্রান্স – ১৭৫২ পয়েন্ট
৩/ ব্রাজিল – ১৭২৫ পয়েন্ট
৪/ ইংল্যান্ড – ১৬৬৯ পয়েন্ট
৫/ পর্তুগাল – ১৬৬১ পয়েন্ট
৬/ স্পেন – ১৬৩৯ পয়েন্ট
৭/ উরুগুয়ে – ১৬৩৭ পয়েন্ট
৮/ আর্জেন্টিনা – ১৬৩৬ পয়েন্ট
৯/ ক্রোয়েশিয়া – ১৬৩৪ পয়েন্ট
১০/ কলম্বিয়া – ১৬৩১ পয়েন্ট
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি