২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
স্পোর্টস ডেস্ক :
নির্বাচনী ডামাডোলে উত্তাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সঙ্গত কারণেই বিগত সময়ে বাংলাদেশের ফুটবলে কতটা উন্নতি এসেছে বা অবনতি ঘটেছে সে প্রসঙ্গ এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে।
আর এমন সময়েই আন্তর্জাতিক ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।
করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা।
প্রকাশিত তালিকায় অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ছাড়া শীর্ষ চারে কোনো পরিবর্তন নেই।
আগের মতোই সবার ওপরে আছে বেলজিয়াম।
পরের তিনটি স্থানের দেশগুলোও যার যার অবস্থানে অনড়। অর্থাৎ দ্বিতীয় স্থানে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স, রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৩য় স্থানে আছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আগের মতোই চতুর্থ স্থানটি ধরে রেখেছে।
তবে উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়া এবং সুইডেনের বিপক্ষে জয় পাওয়ায় দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে তারা।
অপরিবর্তিত তালিকায় রয়েছে বাংলাদেশ, কাতার এবং আফগানিস্তান। নতুন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৭তম। কাতারের অবস্থান ৫৫তম।
বাংলাদেশের অবস্থান অপরিবর্তনীয় থাকলেও পতন ঘটেছে ভারতের। এক ধাপ পিছিয়ে ভারত এখন ১০৯ নম্বরে।
পর্তুগালের উন্নতি হয়েছে স্পেন, ইতালি, নেদারল্যান্ডস এবং জার্মানির। একধাপ এগিয়ে সাত নম্বরে এসেছে স্পেন।
একধাপ এগিয়েইতালি ১২তম, নেদারল্যান্ডস ১৩তম এবং জার্মানি ১৪তম।
তবে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে গত বিশ্বকাপের আয়োজক রাশিয়া। সার্বিয়া এবং হাঙ্গেরিকে হারানোর কারণে দলটি ৬ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছে।
তথ্যসূত্র: ফিফা
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D