ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ::প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছেন। সেদিক থেকে পিছিয়ে নেই ফেঞ্চুগঞ্জের পুরানবাজার এন.পি.সি ক্লাব।
অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের যুবাদের নিয়ে সংগঠিত এই এন.পি.সি ক্লাব।ক্লাবের সদস্যরা নিজেদের সঞ্চয় থেকে এবং উপদেষ্টা সদস্যদের সহযোগিতায় অসহায় দিনমজুর শ্রেণীর মানুষের জন্য তাদের সাহায্যের হাত প্রসারিত করে দিয়েছেন। “মানুষ মানুষের জন্য” এ কথাটি আবারো প্রমাণ করলেন ক্লাবের সদস্যরা।স্বল্প আকারে হলেও বেশ কয়েকটা দিন এ সহায়তায় কাটাতে পারবেন বলে জানিয়েছেন গ্রহনকারীরা। এমন উদ্যোগকে সাধুবাদ জানান গ্রহীতারা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধায় কর্মহীন হতদরিদ্র ও নিম্ন শ্রেনীর খেটে খাওয়া প্রায় ১৫০টি পরিবারের মাঝে প্রথম ধাপে ৭ এপ্রিল খাদ্য সামগ্রী গভীর রাতে ঘরে ঘরে পৌছে দেন এন পি সি ক্লাব পরিবারের সদস্যবৃন্দ। দ্বিতীয় ধাপে মঙ্গলবার আবারো প্রায় ৫০ পরিবারের মধ্যে খাদ্য উপহার দেওয়া হয়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, সাবান ও স্যানিটাইজার।
ক্লাবটির সভাপতি শাহ নেওয়াজ বলেন – অসহায়, কর্মহীন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়নো আমাদের একান্ত কাম্য। সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দুর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। মানবিক দিক বিবেচনা করেই আমারা এই উদ্যোগ হাতে নিয়েছি।সরকারের পাশাপাশি আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছি।
ক্লাবটির সাধারণ সম্পাদক রুবেল আযম জানান, সকলের সহায়তা ব্যাতীত এটি সম্ভব হতো না। ভবিষ্যতে এমন কর্মসূচি অব্যাহত রাখতে চেষ্টা করবে ক্লাবটি।