ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

ফেসবুক লাইভে সাকিবকে হত্যার হুমকি

খেলাধুলা : ফেসবুক লাইভে দা উঁচিয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক ব্যক্তি। রবিবার (১৫ নভেম্বর) রাতে লাইভে এসে তিনি এই হুমকি দেন। তাছাড়া সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে, রবিবার ভোর রাতে আবার লাইভে এসে ক্ষমা চান তিনি।রবিবার রাত ১২টা ৭ মিনিটে লাইভে আসেন সিলেট সদর উপজেলার মহসিন তালুকদার। যার ফেসবুক অ্যাকাউন্ট নাম Mohsin Talukdar।সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে ফেরার পরপরই তিনি কলকাতায় কালীপূজা উদ্বোধন করতে যান। এই কারণেই ফেসবুক লাইভে এসে সাকিবের উপর ক্ষিপ্ত হন এই ব্যক্তি। তিনি বলেন, সাকিব মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এক পর্যায়ে দা উঁচু করে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন তিনি।এরপর তিনি ভোর ৬টা ৪ মিনিটে আবার লাইভে আসেন এবং উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি সাকিবকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় মহসিন বলেন, কারও চাপে পড়ে এখন এই ভিডিওটি নির্মাণ করছেন না তিনি। সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো অন্য সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবারও লাইভ করছেন বলেও জানান তিনি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল