ফ্লাইট বিভ্রাটে মুমিনুল

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

ফ্লাইট বিভ্রাটে মুমিনুল

খেলাধুলা : চলমান বঙ্গবন্ধু কাপ টুর্নামেন্টের একটি ম্যাচে ডান হাতের আঙুলে আঘাত পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক। হাতে অস্ত্রোপচার করাতে হবে তার। প্রথমে দেশেই অপারেশন করবেন চিন্তা করলেও পরে বিদেশে যাওয়ার চিন্তা করেন। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার দুবাই যাচ্ছেন তিনি। সকাল ৯টা ৫৫ মিনিটে তার ফ্লাইট উড্ডয়নের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে বিলম্ব হয়। পরে প্রায় ৩০ মিনিট পর দুবাইয়ের ফ্লাইটটি ছেড়ে যায়।জাতীয় দলের ক্রিকেটারদের লজিস্টিক সাপোর্ট কর্মকর্তা ওয়াসিম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সকাল ৯.৫৫ মিনিটে ছিল ফ্লাইট। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইট আধা ঘণ্টা দেরিতে ছাড়ে।’আগামীকাল বুধবার মুমিনুলের হাতে অস্ত্রোপচার করা হবে। ১১ ডিসেম্বর পর্যন্ত তার দুবাই থাকার কথা, তবে চিকিৎসকরা তাকে রিলিজ দিলে সেদিনই দেশে ফিরবেন মুমিনুল।করোনাভাইরাস পরিস্থিতিতে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো দেশে মুমিনুলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। তবে দুবাইতে এ বাধ্যবাধকতা নেই। করোনা নেগেটিভ সনদ থাকলেই চলবে।গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। এতে তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। গাজী গ্রুপ চট্টগ্রাম দলের এ খেলোয়ার মাত্র দুটি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল