সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫
ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল
অনলাইন ডেস্ক
ইসরায়েল কর্তৃপক্ষ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৭০ জনেরও বেশি অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। আশদোদ বন্দরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আটক কর্মীদের যাচাই শেষে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আটক কর্মীদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসরায়েলি পুলিশ। বন্দরে মোতায়েন করা হয়েছে ৬০০ জনেরও বেশি পুলিশ সদস্য। আটক কর্মীদের ‘পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়ার’ মধ্য দিয়ে যেতে হয়েছে। পরে তাদের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ এবং ইসরায়েল প্রিজন সার্ভিসের হাতে হস্তান্তর করা হয়েছে।
এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ফ্লোটিলার আটক সদস্যদের ইউরোপে পাঠানো হবে। একই সঙ্গে ফ্লোটিলার শেষ অবশিষ্ট জাহাজ ‘মেরিনেট’ যদি গাজার দিকে অগ্রসর হয়, তবে সেটিও আটক করা হবে বলে জানায় ইসরায়েলি নৌবাহিনী।
এদিকে, আটক কর্মীদের সঙ্গে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত আচরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি আটক অধিকারকর্মীদের ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আশদোদ বন্দরে কর্মীদের উদ্দেশে বেন-গভির বলেন, জাহাজগুলো ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে এবং মানবিক সহায়তা আনার দাবি ছিল মিথ্যা। তার ভাষায়, “তারা আসলে সাহায্য করতে আসেনি, বরং গাজার সন্ত্রাসীদের জন্য এসেছিল। এরা সন্ত্রাসী।”
সোর্স: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি