২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
সিলেটের দিনকাল ডেস্ক:
সিলেট নগরীর কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ইতিহাসের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম গভীরভাবে জড়িয়ে আছে। তার ডাকেই মুক্তিকামী জনতা দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।
মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ দেশের জন্য জীবন দান করেছেন। তিন লাখেরও বেশি মা-বোন তাদের ইজ্জত হারিয়েছেন। তাদেরকে বাংলাদেশের প্রতিটি মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের ত্যাগের আদর্শ সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
কাজীটুলা এলাকায় কাউন্সিলর ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর। সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাবলু ও প্রবাসী সমাজসেবক এলাহী বক্স এনামের পরিচালনায় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আব্দুল মুকিত, প্রধান বক্তা ছিলেন কাউন্সিলর রাশেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাহানারা বেগম, মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, আখতারুজ্জামান, আবদুস সোবহান, সাংবাদিক আব্দুল মালিক জাকা, প্রবীণ ব্যক্তিত্ব শামসুল আলম, কামরান আহমদ কামাল, আব্দুল মালিক সুজন, হাবিবুর রহমান খসরু, সোলেমান খান সিন্ধু, বাবুল খান, জিয়াউর রহিম মোর্শেদ চৌধুরী, লায়েক উদ্দিন আহমদ, আব্দুল কবির কিবরিয়া, জাহাঙ্গীর খান।বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D