১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
মস্তাক আহমদ পলাশ:
অনুপ্রেরণার বাতিঘর বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি আন্দোলনের নাম। একটি জাতির ইতিহাসের নাম। একটি দেশের মানচিত্রের নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির অন্ধকার দিনের এক জ্বলন্ত শিখা। একটি দিশেহারা জাতিকে দেখিয়েছেন আশার প্রদীপ। তাঁর সারাটা জীবন ব্যয় করেছেন অন্যের উপকারে৷ অন্যায়ভাবে বারবার জেল-জুলুমের মাধ্যমেও শত্রুরা পরাভূত করতে পারেনি তাঁকে৷ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ বছরটিকে মুজিব শতবর্ষ রাখা হয়েছে। এটি আমাদের বাঙালি জাতির জন্য গৌরবের। এই মহান পুরুষের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাঁর ত্যাগ ও কষ্টগুলো আজও স্মৃতির পাতায় অমর হয়ে রয়েছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত ‘রোজনামচা’ ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই দুটিতে। তবে, তিনি যেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য এদেশের মাটি ও মানুষকে মুক্ত করেছিলেন, সেই স্বপ্ন কালো হাতের থাবায় পড়ে বার বার কলঙ্কিত হয়েছে।মুজিববর্ষের অঙ্গীকার হোক সোনার বাংলাদেশ গড়া।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সারাজীবন সংগ্রাম করছেন মানুষের দাবী আদায়ের জন্য। প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন একটি শোষণহীন সমাজ। বলেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। হাসি ফোটাতে চেয়েছেন সমাজের নিপীড়িত, শোষিত শ্রেণীর মানুষের মুখে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের বন্ধুর পথগুলো ধাপে ধাপে অতিক্রান্ত হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরেই।মুজিববর্ষে বঙ্গবন্ধুর আদর্শ আরো সম্প্রসারিত হোক। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত এ সময়টুকু দেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী হিসেবে উদযাপিত হবে। মুজিব নামের তরীটি বিপুল বিস্তার ও ত্যাগের সমুদ্রে ভাসমান ছিল, সে তরীর মানুষ কেবল বাংলার মানুষ। সাধনায় স্বপ্ন দেখিয়েছেন এবং স্রোতের বিপরীতে হলেও চালিয়ে নিয়েছেন, বিনির্মাণ করেছেন স্বাধীন রাষ্ট্র। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে কাজে লাগতে হবে। মুজিব আদর্শে তারুণ্য হোক আরো উজ্জীবিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ প্রজন্মের কাছে একটি আদর্শের নাম।
তিনি যেন তরুণদের সকল প্রেরণার উৎস। এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সে স্বপ্নের পথেই এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ মার্চের ভাষণের মাধ্যমে লাখো মানুষের মনের মধ্যে স্বাধীনতা ছিনিয়ে আনার বীজবোপন করে দিয়েছিলেন। ফলে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। মুজিববর্ষের মাধ্যমে পুরো বিশ্বের কাছে বাংলাদেশ একটি আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে তারুণ্য উজ্জীবিত হয়ে উঠুক এই প্রত্যাশা।মুজিববর্ষে আমাদের শপথ হোক সমৃদ্ধিশীল সমাজ গড়ার। মুজিববর্ষ হোক দেশ গড়ার শপথ। বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে একটি নাম, একটি স্লোগান, একটি আবেগ, একটি ভালোবাসা, একটি অনুপ্রেরণা। বাঙালি জাতির সেই সূর্য সন্তান বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনে ঘোষণা করা হয়েছে মুজিববর্ষ।
এদেশের মাটি ও মানুষের সাথে ছিলেন তাঁর আত্মার সম্পর্ক। বাঙালি জাতির অধিকার ও স্বার্থের সাথে তিনি ছিলেন আপসহীন চরিত্রের অন্যতম দৃষ্টান্ত।মুজিববর্ষ হোক বৈষম্যহীন সমাজ গঠনের শপথ। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের পাকিস্তানি শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিপরীতে এক বৈষম্যহীন, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুজিববর্ষ হোক প্রত্যাশা আর সম্ভাবনার প্রাপ্তি। কেটে যাক সকল সংকট। সফল হউক মুজিববর্ষ। দেশ এগিয়ে যাক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D