ডেস্ক রিপোর্ট :: ‘জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর অংশ হিসেবে ৭ আগস্ট কেন্দ্রীয় নির্দেশে ছাতক পৌরসভা ও উপজেলার প্রতিটি টিকা কেন্দ্র পরিদর্শন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা শাহিন আহমদ চৌধুরী সহ ছাতক পৌরসভা ও উপজেলার নেতা কর্মীরা।
এসময় শাহিন আহমদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বার বার মৃত্যু ভয়কে উপেক্ষা করে দেশের সাধারণ মানুষের মানুষের কল্যাণে কাজ করেন সেটা বার বার প্রমাণিত। যা বিশ্বে নেতৃত্ব বর্তমান বিরল। বাংলাদেশের পরম সৌভাগ্য যে, এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার মত ভিশনারী, কর্মঠ ও প্রচণ্ড সৎ এমন বিরল নেতা পেয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। আগামীতে আরো প্রচুর পরিমাণ টিকা দেশে আসবে। ‘জাতীয় কভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে শাহিন চৌধুরী স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা নেয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার, উপজেলা পৌর আওয়ামী লীগ নেতা মো: আব্দুর রহিম, বেলাল আহমদ, সাহেদ আহমদ, মোফাজ্জল আহমদ, তারেক আহমদ, আব্দুল কাদির, রিয়াদ চৌধুরী, আব্বাস সানী, মো: রানা মিয়া, বাবুল মিয়া, রাসেল আহমদ, প্রমুখ।