২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০
স্পোর্টস ডেস্ক
মাহমুদউল্লাহ নাকি মিঠুন, ফাইনাল শেষে ট্রফি উঠবে কার হাতে? জানতে অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।
তাকিয়ে থাকতে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দিকে ।
আজ শুক্রবার ট্রফি নিশ্চিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহর খুলনা ও মিঠুনের চট্টগ্রাম। খেলা শুরু বিকেল সাড়ে চারটায়। এরপরই শেষ হবে তিন সপ্তাহের ক্রিকেটীয় উত্তেজনার।
রোমাঞ্চকর ও জমজমাট শেষ লড়াইয়ের পর শুরু হবে পুরস্কার পর্ব।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়া ক্রিকেটাররা কে কত অর্থ পুরস্কার পাচ্ছেন তা জানতে উদগ্রীব দেশের ক্রিকেটপ্রেমীরা।
জানা গেছে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাতটি শ্রেণিতে দেয়া হবে মোট ৪৮ লাখ টাকার পুরস্কার। এছাড়া পারিশ্রমিক তো আছেই।
একনজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কে কত অর্থপুরস্কার পাচ্ছেন-
চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন ১,৫০,০০০ (দেড় লাখ) টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন দলের ১৬ ক্রিকেটার মিলে পাবেন মোট ২৪ লাখ টাকা।
রানার্সআপ দলের প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন ৭৫ হাজার টাকা। রানার্সআপ দলের সবাই মিলে পাবেন ১২ লাখ টাকা।
টুর্নামেন্টসেরা খেলোয়াড় পাবেন ৩ লাখ টাকা। ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা।
এছাড়া পুরস্কার রয়েছে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলারের জন্য। এ দুজন পাচ্ছেন ২ লাখ টাকা করে।
রয়েছে বিশেষ পারফরম্যান্স পুরস্কার। যেখান চারজন খেলোয়াড় বেছে নেয়া হবে। তারা প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে।
এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান চট্টগ্রামেরই ওপেনার লিটন দাসের। ৯ ম্যাচে ৫২ গড়ে ৩৭০ রান করেছেন লিটন। তাই সেরা ব্যাটসম্যানের পুরস্কার তার দখলেই রয়েছে।
সেরা বোলারের দৌঁড়ে এগিয়ে আছেন চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ২১ উইকেটের মালিক জাতীয় দলের এই কাটার মাস্টার।
আর ৪২ বলে সেঞ্চুরি করা বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন পেতে পারেন বিশেষ পারফরম্যান্স পুরস্কারের একটি। রবিউল ইসলাম, মাশরাফি বিন মুর্তজার পাঁচ উইকেটও এই শ্রেণিতে পুরস্কার পেতে পারে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D