সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
খেলাধুলা : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ধারাভাষ্য প্যানেলে ৪ জন দেশি ধারাভাষ্যকারের সাথে দায়িত্ব পালন করবেন ৩ জন বিদেশি ধারাভাষ্যকার, এদের মধ্যে ১ জন নারী। ধারাভাষ্য প্যানেলে বাড়তে পারে বিদেশিদের সংখ্যা।বঙ্গবন্ধু কাপের সম্প্রচার স্বত্বধারী টি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে। পাঁচ দলের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। টুর্নামেন্ট জুড়ে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, শাহরিয়ার নাফীস ও মাজহার উদ্দিন অমি। বিদেশি ধারাভাষ্যকার হিসেবে তাদের সাথে যোগ দেবেন আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েন, জিম্বাবুয়ের এডওয়ার্ড রেইন্সফোর্ড এবং ভারতের নারী ধারাভাষ্যকার আনজুম চোপড়া। তাদের সাথে যুক্ত হতে পারেন আরেক ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ। এছাড়া আরও কয়েকজন বিদেশি ধারাভাষ্যকারকে প্যানেলে যুক্ত করার ব্যাপারে আলোচনা চলছে।পাঁচ দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে আগামী ২৪ নভেম্বর। পাঁচ বিভাগের নামানুসারে করা হয়েছে দলগুলোর নামকরণ- বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।করোনা কারণে ক্ষতিগ্রস্ত ক্রিকেটীয় সূচিতে এবার ঠাই পাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে বিপিএলের আদলেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্ট জুড়ে মোট ২৪টি ম্যাচ মাঠে গড়াবে। লিগ পর্বের খেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট।শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোতে দিনের প্রথম ম্যাচ দুপুর দেড়টা এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। শুক্রবারের প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। লিগ পর্বের প্রতিটি ম্যাচের পর একদিন করে বিশ্রাম পাবে দলগুলো। ফাইনাল ম্যাচের জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।প্রতিটি দল লিগ পর্বে ৮টি করে ম্যাচ খেলবে, একে অপরের মোকাবেলা করবে ২ বার করে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি