বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: প্লে-অফের সময়সূচি

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ: প্লে-অফের সময়সূচি

স্পোর্টস ডেস্ক ::

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ পর্বে ৩ দল আগেই টিকিট কেটেছিল। ৪ নম্বর দল হিসেবে কারা যাচ্ছে তা নির্ধারিত হয়েছে শনিবার।

এদিন মুশফিকের ঢাকাকে মাত্র ২ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠল তামিমের বরিশাল।

হেরে গেলেও ক্ষতি হয়নি ঢাকার। তিন নম্বরে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা।

৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পাওয়ায় পাঁচ দলের এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ল শান্তর রাজশাহী।

ঢাকা ও বরিশাল ছাড়া প্লে-অফের টিকিট নিশ্চিত করা বাকি দুই দল হচ্ছে- মিঠুনের চট্টগ্রাম ও মাহমুদউল্লাহর খুলনা।

আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ রাউন্ড। প্রথম দিনে হবে একটি এলিমিনেটর ম্যাচ ও একটি কোয়ালিফায়ার ম্যাচ।

এদিন বেলা সাড়ে ১২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল।

সে ম্যাচে যে দল জিতবে তাদের ১৫ ডিসেম্বর হতে যাওয়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।

১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খুলনা ও চট্টগ্রাম।

এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে। হেরে যাওয়া দলটি খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

১৫ ডিসেম্বর হবে এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। যেখানে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল ও এলিমিনেটর ম্যাচের জয়ী দল।

এই ম্যাচে জেতা দল ফাইনালের টিকিট নিশ্চিত করবে। ১৮ ডিসেম্বর হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল।

এক নজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের সূচি

এলিমিনেটর : বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশাল (১৪ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টা)
প্রথম কোয়ালিফায়ার : গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা (১৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৫টা)

দ্বিতীয় কোয়ালিফায়ার : এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল (১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টা)

ফাইনাল : প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী (১৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা)

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল