বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের সূচি

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বের সূচি

স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু বিপিএল’র সিলেট পর্বের খেলা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সিলেটজুড়ে নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার (০১জানুয়ারি) সকাল ১০টায় মেট্রোপলিটন পুলিশ লাইন্স এ খেলার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ।

সকাল ৯টা থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের টিকেট বুথে চলছে টিকেট বিক্রি। বিক্রি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। অন্যান্যবার সিলেটে বিপিএল’র টিকেটের জন্য দর্শকদের লম্বা লাইন দেখা গেলেও এবার তেমনটি দেখা যাচ্ছে না।

সিলেট পর্বের সূচি:

  • ২ জানুয়ারি, বৃহস্পতিবার, রংপুর রেঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস, দুপুর ১টা ৩০ মিনিট
  • ২ জানুয়ারি, বৃহস্পতিবার, সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
  • ৩ জানুয়ারি, শুক্রবার, ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্স, দুপুর ২টা
  • ৩ জানুয়ারি, শুক্রবার, সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স, সন্ধ্যা ৭টা
  • ৪ জানুয়ারি, শনিবার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স, দুপুর ১টা ৩০ মিনিট
  • ৪ জানুয়ারি, শনিবার, সিলেট থান্ডার বনাম রাজশাহী রয়্যালস, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল