১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯
শ্রীমঙ্গল প্রতিনিধি,
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুরের চাউতলী বনবিটের আওতাধীন শতবর্ষী বৃক্ষসহ ৬ হাজার গাছ কর্তনের প্রতিবাদে শ্রীমঙ্গলে লাউয়াছড়া জীববৈচিত্র রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
চাউতলি এলাকায় উপরকারভোগীর নামে কাটার কথা বলে বনবিভাগ শতবর্ষী বৃক্ষসহ ৬ হাজার গাছ কাটার সিন্ধান্ত নেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গলের চৌমুহনা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে লাউয়াছড়া জীববৈচিত্র রক্ষা আন্দোলনের আহ্বায়ক জলি পালের সভাপতিত্বে ও যুগ্ম-সদস্য সচিব প্রিতম দাশের সঞ্চালনায় বক্তব্য দেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, লাউয়াছড়া জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ম-সম্পাদক কাজী সামছুল হক, মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ মহসিন পারভেজ ও কবি জাবেদ ভুঁইয়া। মানববন্ধন সঞ্চালনা করেন লাউয়াছড়া জীববৈচিত্র রক্ষা আন্দোলনের সদস্য সচিব প্রিতম দাশ।
বক্তারা বলেন, কোনো অবস্থাতেই লাউয়াছড়া রেইন ফরেস্টকে ধ্বংস করতে দেয়া হবে না। বনের ভেতর সামাজিক বনায়নের দোহাই দিয়ে গাছ কাটা হয়। প্রতিনিয়তই বনের ভেতরে বনবিধ্বংসী কাজ করা হচ্ছে। আমরা এর তিব্র প্রতিবাদ জানাচ্ছি। চাউতলী বিটে যে গাছগুলোকে কাটার জন্য মার্কিং করা হয়েছে, তার মধ্যে রয়েছে চাপালিশ,লোহা কাঠ, বহেরা, ডুমুর, হরীতকী, আমলকী, জারুল, রিঠা, ডেউয়া, লটকন, কাঠবাদাম, লুকলুকি, কাউফল, বন উরি, কাঁটাজামসহ অর্ধশতাধিক ফলের গাছ, যার ওপর নির্ভরশীল বন্যপ্রাণী। এসব গাছ কাটলে প্রাণীরা কোথায় যাবে?
তারা বলেন, বন বিভাগ এখনো সেই গাছগুলো থেকে নম্বর মুছে ফেলেনি। এর আগে বাংলাদেশ রেলওয়ে রেললাইনের পাশের লাউয়াছড়ার প্রায় ২৫ হাজার গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল। পরিবেশবাদীদের আন্দোলনের মুখে তখন তা বাতিল করা হয়। আর যদি লাউয়াছড়ার গাছ কাটার উদ্যোগ নেয়া হয়, তবে আমরা রাস্তায় আন্দোলনে নামব।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D