বন্ধুকে দেখা হল না পারভেজের

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৯

বন্ধুকে দেখা হল না পারভেজের

মৌলভীবাজার প্রতিনিধিঃঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে অসুস্থ বন্ধুকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত যুবক উপজেলার পশ্চিম আশিদ্রোন গ্রামের গণি মিয়ার ছেলে পারভেজ (২৪)। তিনি শহরের মক্কা সুপার মার্কেটের একজন মোবাইল ব্যবসায়ী ছিলেন।

শনিবার ১জুন রাত সাড়ে ৮টায় মোটরসাইকেলযোগে অসুস্থ বন্ধুকে দেখতে কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে যাবার পথে ইছুবপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার ২জুন বাদ জোহর তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অসুস্থ বন্ধুকে দেখতে শনিবার ১জুন রাত সাড়ে ৮টায় তার অপর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে যাচ্ছিলেন। পথে ইছুবপুর নামক এলাকায় একটি কাবার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিদি/৩জুন ১৯/জুনেদ