২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
স্পোর্টস ডেস্ক
বরফের ঠাণ্ডা পানিতে সাঁতার কেটে রেকর্ড গড়লেন উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার সাঁতারুরা।
রেকর্ডময় এই সাঁতারে ৫০৫ জন প্রতিযোগিতা অংশ নেন। তারা সবাই মিলে ১২.৫ কিলোমিটার সাঁতার কাটেন। প্রত্যেকে গড়ে ২৫ মিটার সাঁতার কাটেন।
এস্তোনিয়ার রয় ভিসারস নামে এক সাঁতারু বলেছেন, আমি নিজের শরীর সুস্থ রাখতেই সাঁতার কাটি। শুধু সাঁতার কাটাই নয়, সাইকেলও চালাই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই আমি এসব করে থাকি। করোনা সংক্রমণের ভয়ে মাস্ক পরে ঘরে বসে থাকলে হবে না। বাইরে বেরিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে।
ভিসারস আরও বলেছেন, ডায়েটের জন্য আমরা প্রতিদিনের খাবারে রসুন অবশ্যই রাখি। তাছাড়া খোলা বাতাসে না বের হলে নিজেকে সুস্থ রাখা সম্ভব না।
ইয়াহু নিউজ সূত্রে জানা যায়, রাশিয়ার সাবমেরিন শিপইয়ার্ডের বরফের ঠাণ্ডা পানিতে আয়োজিত ওই প্রতিযোগিতায় পাঁচ শতাধিক অ্যাথলেট অংশ নেন। চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আয়োজিত সাঁতার প্রতিযোগিতাটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে।
সবচেয়ে মজার ব্যাপার হল- ওই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ ৯ বছর বয়সী এক অ্যাথলেট অংশ নেয়। বয়স্কদের মধ্যে ৮০ বছর বয়সী এক সাঁতারু অংশ নেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D