২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১
দিনকাল ডেস্ক ::
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও দ্বিপক্ষীয় সম্পর্কের পঞ্চাশতম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।
ওই সময় বরিশালের উজিরপুরেও সফরের সম্ভাবনা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।
ইউএনও জানান, উজিরপুরের সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে শুক্রবার শিকারপুরে সনাতন ধর্মাবলম্বীদের সতীপীঠ সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শন করেছে ভারতীয় দূতাবাসের ৯ সদস্যের একটি দল।
গত বুধবার ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটির নেতৃত্বে পরিদর্শনে আসে প্রতিনিধি দল।
তারা গোপালগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, খুলনা, কুষ্টিয়ার শিলাইদহ, বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেন।
পাশাপাশি বরিশালের উজিরপুরের সুগন্ধা শক্তিপীঠ, টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। নরেন্দ্র মোদির বরিশাল সফরের প্রস্তুতি হিসেবে এ স্থানগুলো পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D