বাঁচা-মরার লড়াইয়ে কেকেআরের রানের পাহাড়

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

বাঁচা-মরার লড়াইয়ে কেকেআরের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক

জিতলে প্লে অফে যাওয়ার সুযোগ, হারলে বিদায় নিশ্চিত। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে আইপিএল চলতি আসরের ৫৪তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়েলস।

রোববার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজস্থান। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় নাইট রাইডার্স। দলীয় ১ রানে ফেরেন ওপেনার নিথিশ রানা। দ্বিতীয় উইকেটে রাহুল ত্রিপতিকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন সুভম গিল।

এরপর ২৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় কেকেআর। শুভম গিল ও রাহুল ত্রিপতি ৩৬ ও ৩৯ রান করলেও শূন্য রানে ফেরেন সুনীল নারিন ও দীনেশ কার্তিক।

সাতে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব শুরু করেও বেশিদূর যেতে পারেননি আন্দ্রে রাসেল। মাত্র ১১ বলে তিন ছক্কা ও এক চারে ২৫ রানে ফেরেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তবে শেষদিকে অধিনায়ক ইয়ন মরগানের ব্যাটিং তাণ্ডবে ১৯১ রানের পাহাড় গড়ে কেকেআর। দলের হয়ে ৩৫ বলে পাঁচটি চার ও দৃষ্টিনন্দন ৬টি ছক্কার সাহায্যে অপরাজিত ৬৮ রান করেন মরগান।

কেকেআর: ২০ ওভারে ১৯১/৭ (মরগান ৬৮*, ত্রিপতি ৩৯, শুভম গিল ৩৬, আন্দ্রে রাসেল ২৫; রাহুল তিওয়াতি ৩/২৫)।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল