বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে পাঞ্জাব

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক

আইপিএলের ১৩তম আসরের ইতিহাসে এই প্রথম প্লে অফের আগেই বিদায় নিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের সর্বোচ্চ আটবার ফাইনালে খেলে মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে তিনবার শিরোপা জিতে নেয় ধোনির দল। এবারের আসরে (গ্রুপপর্বে) নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলছে চেন্নাই।

এই ম্যাচটি চেন্নাইয়ের জন্য নিয়ম রক্ষার হলেও লোকেশ রাহুলের নেতৃত্বাধীন পাঞ্জাবের জন্য বাঁচা-মরার। এই ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে গেইল-রাহুলদের। বড় ব্যবধানে জিতলে প্লে অফের আশা থাকবে।

এমন কঠিন সমীকরণের ম্যাচে রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও বিপাকে পড়ে যায় পাঞ্জাব। ৫.২ ওভারে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল।

এরপর ১৪ রানের ব্যবধানে দুই ওপেনারকে ফেরান লুঙ্গি এনডিগি। মায়াঙ্ক আউট হন ১৫ বলে ২৫ রানে। অধিনায়ক রাহুল ফেরেন ২৭ বলে ২৯ রান করে।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৬ বলে মাত্র ২ রানে ফেরেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। দলের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

এ রিপোর্ট লেখা অবস্থায় পাঞ্জাবের সংগ্রহ ১৩.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান। দলের বিপর্যয় এড়াতে লড়াই করছেন মন্দীপ সিং ও দিপক হুদা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল