বাংলাদেশকে পাকিস্তানের ‘সাহায্যের’ কথা স্মরণ করালেন শোয়েব

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

বাংলাদেশকে পাকিস্তানের ‘সাহায্যের’ কথা স্মরণ করালেন শোয়েব

  স্পোর্টস ডেস্ক:: এফটিপি অনুযায়ী আগামী মাসের শেষ দিকে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তার কারণে শুধু টি-টোয়েন্টি খেলতে সেখানে যেতে রাজি টাইগাররা। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চান তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্তে বেজায় চটেছে পাকিস্তান। যে যার মতো করে মন্তব্য করছেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। দেশটির কিংবদন্তি ক্রিকেটাররাও নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সেই তালিকায় ছিলেন প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল হক, টেস্ট অধিনায়ক আজহার আলি ও সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ।

এবার একটি টিভি টকশোতে স্বভাবসুলভ চাঁচাছোলা বক্তব্যে পাকিস্তানে টেস্ট খেলতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। পরিপ্রেক্ষিতে টাইগারদের অতীত স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, বাংলাদেশ মনে আছে, আমরা তোমাদের কীভাবে সাহায্য করেছি? আমরাই তাদের নিজেদের হাতে টেস্ট ক্রিকেটে এনেছি, খেলিয়েছি। আজকের অবস্থানে আসতে সাহায্য করেছি।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের অনেক ভালোবাসে। পরিষ্কার ভাষায় বলছি– কারও প্ররোচনায় এখানে আসার দরকার নেই। নিজ বলে আপনারা আসুন আর টেস্ট খেলুন। আপনাদের অনেক সম্মান দেয়া হবে। প্রচুর ভালোবাসা পাবেন। এ মুহূর্তে আপনাদের আমাদের দরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল