১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৫
বাংলাদেশীদের ভিসা নিয়ে ভারতের নতুন ঘোষণা : আনন্দে ব্যবসায়ীরা
অনলাইন ডেস্ক
বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা সহজ করার ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি ছড়িয়ে পড়তেই কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ী মহলে আনন্দের ঢেউ নেমে এসেছে।
প্রতিবছর পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে গড়ে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভিসানীতির জটিলতায় গত এক বছরে বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়। এতে ভারতের বিভিন্ন শহরের বাংলাদেশ নির্ভর ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক ব্যবসায়ী জীবিকা বদলাতে বাধ্য হন।
কলকাতার নিউমার্কেট, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা হ্রাস পায়, যা সংশ্লিষ্ট অর্থনীতিতে বড় ধাক্কা দেয়। এর পাশাপাশি হোটেল, পরিবহন, মুদ্রা বিনিময় এবং খুচরা বাজারেও মন্দা দেখা দেয়। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশি গ্রাহকের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই খাতগুলোতে ক্ষতির প্রভাব ছিল দীর্ঘস্থায়ী।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D