বাংলাদেশের স্পিন কোচ ভেট্টরি, পেস বোলিংয়ে ল্যাঙ্গেভেল্ট

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯

বাংলাদেশের স্পিন কোচ ভেট্টরি, পেস বোলিংয়ে ল্যাঙ্গেভেল্ট

বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে চূড়ান্ত হয়েছে ড্যানিয়েল ভেট্টরির নাম। আর পেস বোলিং কোচ হিসেবে আসবেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।

শনিবার (২৭জুলাই) বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ সভায় চূড়ান্ত হয়েছে তাদের দুজনের নাম। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান।

বিশ্বকাপে বাংলাদেশ দল আশানুরূপ ফল না করায় কোচিং স্টাফ ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়েছিল। এরপরই বাদ পড়েন হেড কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন কোচ সুনিল জোশি।

তবে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির পারফরম্যান্সে অসন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ছেঁটে ফেলা হয়নি। জানা গেছে, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করবে বোর্ড।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পেস বোলিং কোচ হিসেবে চার্লস ল্যাঙ্গেভেল্টকে বেছে নিয়েছি। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আগামী দুই বছর কাজ করবেন তিনি। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে তিনি রাজি হয়েছেন কাজ করতে। অচিরেই চুক্তি করা হবে।’

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল