বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : নুরুল ইসলাম নাহিদ এমপি

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : নুরুল ইসলাম নাহিদ এমপি

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : নুরুল ইসলাম নাহিদ এমপি

 

গোলাপগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন সরকারের দায়িত্বে আসে, তখন এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। মানুষ এখন আর না খেয়ে আছে- এমন খবর পাওয়া যায়। সরকার কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, যার জন্য দেশে বাম্পার ফলন হচ্ছে।

তিনি বলেন, চলতি অর্থবছরে আউশ প্রনোদনার আওতায় গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে রাসায়নিক সার, বীজ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে সোমবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষকদের মধ্যে সার, বীজ ও যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের এক ইঞ্চিও ভূমি অনাবাদি জমি থাকবে না। এ লক্ষ নিয়ে কৃষকদের পাশাপাশি কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আধুনিক কৃষির জন্য সরকার ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করে যাচ্ছে।
অনুষ্ঠানে তিনি ১ হাজার ৩৯০ কৃষকের মধ্যে রাসায়নিক সার, বীজ ও কৃষি উপকরণ যন্ত্রপাতি বিতরণ করেন।

দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য সরকার শিক্ষার মানন্নোয়নসহ শিক্ষার্থীদের সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ উপজেলার বাঘা ইউনিয়নের হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন, বাঘা পরগনা বাজারে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট দ্বিতল গ্রামীণ মার্কেটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭৭ লাখ টাকা ব্যয়ে বুরহান উদ্দিন রাস্তা থেকে উত্তর গাঁও পূর্বগাঁও চৌঘরীবাজার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।।

এসময় সফরসঙ্গী ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা নির্বাহী তর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, বাঘা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, সদস্য কামাল মিয়া, আওয়ামী লীগ নেতা আর্জমন্দ আলী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল