২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘বিশেষ’ জার্সি পরে মাঠে নামবে তামিম-মুশফিকরা।
নতুন এ জার্সির বিষয়ে একটি ধারণা দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।
আকরাম খান জানান, লাল এবং সবুজ রঙয়ের মিশ্রণেই তৈরি করা হয়েছে বাংলাদেশের নতুন জার্সি। এ জার্সিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য। এটাই এবারের জার্সির নতুনত্ব।
দেশ স্বাধীনের ৫০ বছর পূর্ণ হওয়ায় বিষয়কে সামনে রেখে জার্সিতে এ নতুনত্ব আনতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আকরাম খান বলেন, আমরা পুরো দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররাও স্বাধীনের ৫০ বছর পূর্তিতে গৌরবে জড়িত হতে যাচ্ছি। ২০২১ সালের ২৬ মার্চ আমাদের ৫০তম স্বাধীনতা দিবস। সবার কাছেই এবারের দিবসটি বিশেষ। সেটা উদযাপন করার জন্য জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করেই করেছি। সবুজ এবং লাল রঙের মিশ্রণে জার্সিটা করা হয়েছে, অন্য কোন রঙ নেই।
তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উদযাপন করেছে সেটিও তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে সেটিও ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি জার্সিটা সবার ভালো লাগবে।
প্রসঙ্গত ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ লড়াই। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ২৫ জানুয়ারি শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D