২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯
স্পোর্টস ডেস্কঃঃ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ে হেরে যায় টাইগাররা। আর সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হয় তারা। স্বাভাবিকভাবেই নিজেদের লক্ষ্যের পথে বড় ধাক্কা খায় মাশরাফিরা। যে কারণে জয়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছে তারা।
তিন ম্যাচে ১ জয় ও ২ হারে বাংলাদেশের সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট। এতে সেমিফাইনালে খেলার পথ ঝাপসা হতে শুরু করেছে। সেমিতে খেলতে হলে পরের ৬ ম্যাচের অন্তত ৪টিতেই জিততে হবে টাইগারদের। তাই শ্রীলংকার বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না তারা।
এ পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আন্ডারডগ শ্রীলংকা। এ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না টাইগাররা। জয় পেতে ক্ষুধার্ত তারা। কারণ, সেমিফাইনালে খেলার রেসে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে তাদের। বিস্ট্রলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই দলের লড়াই।
তবে বাংলাদেশকে ভাবাচ্ছে বৃষ্টি। কারণ, ব্রিস্টলে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। রোববারও সারাদিনই অবিরাম বৃষ্টি হয়েছে। যদিও সোমবার সকাল থেকে সূর্যের হাসি দেখা গিয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বৃষ্টি হতে পারে। ৮০ শতাংশ এ সম্ভাবনা থাকায় উঁকি দিচ্ছে ম্যাচ ভেসে যাওয়ার শংকা।
শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলতে ও জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে বাংলাদেশ। এ ম্যাচ থেকেই পূর্ণ ২ পয়েন্টই চাইছে টাইগাররা। বৃষ্টি কিংবা হার তাদের আরও পিছিয়ে দেবে। ম্যাচটি পণ্ড হলে টুর্নামেন্টে গতিপথ কি হবে তা বলা মুশকিল।
তবে ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে অনুমান করা কঠিন। এই রোদ তো এ পানি। পূর্বাভাস মিথ্যে প্রমাণিতও হতে পারে। ইতিমধ্যে বৃষ্টির শংকা মাথায় নিয়ে কয়েকটি ম্যাচ গড়িয়েছে। খেলা শুরুর দিন পরিষ্কার পরিবেশ দেখা গেছে।
আবার বৃষ্টির পরিমাণ কম হলে ম্যাচ গড়াতে পারে কার্টেল ওভারে। সেক্ষেত্রে ইনিংসের দৈর্ঘ্য কমে আসবে। এভাবে খেলা সম্পন্ন করার চেষ্টা করবেন ম্যাচ অফিসিয়ালরা। তাই বাংলাদেশি সমর্থকরা আশায় বুক বাঁধতে পারেন।
সিদি/১০জুন ১৯/জুনেদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D