২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
বিনোদন ডেস্ক ::
দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল টাইগার শ্রফ অভিনিত ছবি ‘বাঘি’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘বাঘি থ্রি’। শুক্রবার (৬মার্চ) মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে কেমন সাড়া ফেললো ছবিটি?
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, ১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘বাঘি থ্রি’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ১৭ কোটি রুপি। যা ‘বাঘি টু’ ছবিটির তুলনায় বেশ কম!
মুক্তির আগেই অ্যাকশনে ভরপুর ‘বাঘি থ্রি’ ছবিটির আয় নিয়ে বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করেছিলেন ২২-২৫কোটি রুপি ছাড়াতে পারে!
মুক্তির দিনেই অনলাইনে ছবিটি ফাঁস হওয়া এবং ভারতে করোনা ভাইরাস আতঙ্কের প্রভাব পাড়েছে ‘বাঘি থ্রি’র উপর।
১০০কোটি রুপি বাজেটের ‘বাঘি থ্রি’ ছবিটি সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে প্রায় সাড়ে ৫ হাজার প্রেক্ষাগৃহে! যার ভেতর শুধুমাত্র ভারতেই ৪৪০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি, বাকি ১১০০ প্রেক্ষাগৃহ ভারতের বাহিরে।
টাইগার শ্রফ অভিনীত ছবির তালিকায় মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে এখন পর্যন্ত ছবির ক্ষেত্রে এক নম্বরে রয়েছে ওয়ার এবং দ্বিতীয়তে রয়েছে ‘বাঘি টু’। এবার তৃতীয়তে স্থান দখল করলো ‘বাঘি থ্রি’। তবে সপ্তাহ শেষে ধারণা পাওয়া যাবে কোন ছবির অবস্থান কোথায়!
টাইগার ছাড়াও ‘বাঘি থ্রি’তে আরো থাকছেন শ্রদ্ধা কাপুর, রীতেশ দেশমুখ সহ আরো অনেকেই। তবে সবচেয়ে মজার বিষয় হলো ‘বাঘি থ্রি’র মাধ্যমে প্রথমবারের মত একসাথে পর্দায় দেখা মিলবে বাবা জ্যাকি শ্রফের সাথে টাইগারের! যেখানে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করবেন তারা।
ছবিটির শুটিং হয়েছে ইরান ও সিরিয়ার বেশ কিছু অংশে। ‘বাঘি থ্রি’ ছবিটির পরিচালনা করছেন আহমেদ খান এবং প্রযোজনায় থাকছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D