বাদ পড়ছেন মিসবাহ, প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

বাদ পড়ছেন মিসবাহ, প্রধান নির্বাচক হচ্ছেন শোয়েব

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ এক বছর ধরে একই সঙ্গে পাকিস্তান দলের হেড কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার মিসবাহ-উল হক।

আর তার এই দ্বৈত দায়িত্বের অবসান ঘটিয়ে শিগগরিই প্রধান নির্বাচকের পদটি হারাচ্ছেন মিসবাহ।

আর সেই পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির এক সাবেক খ্যাতনামা ফাস্ট বোলার।

গত ২৪ আগস্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এমন প্রতিবেদন প্রকাশ করেছিল।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি কাকে দেয়া হচ্ছে সে বিষয়টি রহস্যাবৃত করে রেখেছিলেন পিসিবি কর্মকর্তারা। যদিও সেদিন থেকেই বাতাসের গুঞ্জন ছিল সাবেক খ্যাতনামা ফাস্ট বোলার বলতে শোয়েব আখতারকেই বুঝিয়েছেন তারা।

দেশটির ক্রিকেটমহল ও সমর্থকদের ধারণা, প্রধান নির্বাচকের পদে মিসবাহকে হটিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার বসবেন।

আর সেই ধারণাই সত্যি হতে যাচ্ছে। বলতে গেলে শোয়েব আখতার পাক দলের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন বিষয়টি এখন ওপেন সিক্রেট।

কেননা সম্প্রতি শোয়েব আখতার নিজেই জানিয়েছেন শিগগিরই নিজ দেশের ক্রিকেটের বড় দায়িত্ব বহন করতে যাচ্ছেন।

এ বিষয়ে ক্রিকেটবাজকে এই সাবেক পাক গতি তারকা বলেন, ‘আমি অস্বীকার করব না। হ্যাঁ, বোর্ডের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেটের বড় একটি দায়িত্ব নিতে আমি আগ্রহী। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তাই এর বেশি কিছু আমি বলব না। তবে এটুকু বলতে চাই– আরাম ছেড়ে দিয়ে পিসিবির জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। আমি সবসময় বলি– সুযোগ পেলে পাকিস্তান ক্রিকেটের জন্য নিজেকে উজাড় করে দেব।’

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল