বাফুফের নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

বাফুফের নির্বাচনের তফসিল ঘোষণা

স্পোর্টস ডেস্ক :

আগামী ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ১৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেদিন।

বিষয়টি সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বিকাল ৪টায় তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।

তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়পত্র বিলি শুরু হবে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়পত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে ৮ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর আর চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে। ভোট গ্রহণের তারিখ আগামী ৩ অক্টোবর।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। ২০ এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও করোনাভাইরাসের কারণে তখন স্থগিত করা হয় নির্বাচন। পরে ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ৩ অক্টোবর।

নির্বাচনের নতুন তারিখ অনুমোদন দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল