Social Bar
৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
খেলা ডেস্ক :: দেশের ফুটবলে মাঠের অবস্থা করুণ হলেও জমে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন।
তবে ঠিক যতটা জমজমাট হওয়ার কথা ছিল, ততটা হয়ে উঠতে পারেনি।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে প্রচার প্রচারণার পর আজ শনিবার সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বাফুফে নির্বাচন। ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে শুক্রবার নির্বাচনী ভেন্যু পরিদর্শন করেন নির্বাচন কমিশনাররা।
এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে লড়ছেন ৪৭ প্রার্থী।
এবারের নির্বাচনেও টানা চতুর্থবারের মত সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বিতায়রয়েছেন একাধিক প্রার্থী। তারা হলেন সাবেক দুই ফুটবলার- বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক।
যদিও অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাদল রায়।
তবে সভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারপত্র নির্ধারিত সময়ের পরে জমা দেয়ার কারণে প্রতিদ্বন্দিতায় থাকছেন তিনি। বাদল রায়ের নাম ব্যালট পেপারে থাকছে।
এ প্রসঙ্গে নির্বাচনের আগের দিন গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন মেসবাহ উদ্দিন, ‘আগেও বলেছি এখনও বলছি, বাদল রায় বৈধ প্রার্থী। বার্ষিক সাধারণ সভায় তিনি কী প্রস্তাব দেন বা এজিএম কী অনুমোদন দেয় সেটা দেখার বিষয়। এর আগে আমরা কোনো মন্তব্য করব না।’
এমন পরিস্থিতিতেও কাজী সালাউদ্দিনের দুই প্রতিদ্বন্দ্বীকে দুর্বল ভাবছেন বিশ্লেষকরা। যদিও কাজী সালাউদ্দিন নিজে জানিয়েছেন, প্রতিপক্ষকে তিনি কখনোই দুর্বল ভাবেন না।
বিগত নির্বাচনগুলোতে এএফসি-ফিফার প্রতিনিধি এলেও এবার আসেননি। করোনার কারণে তারা আসতে পারছেন না। তবে তারা ইন্টারনেটের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D