২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। ইংল্যান্ডের বিগ ব্যাশের সবশেষ আসরে সমারসেটের হয় দুর্দান্ত খেলেছেন তিনি।
পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম বিগ ব্যাশের আসন্ন আসরেও সমারসেটের হয়ে খেলবেন।
সমারসেটের ক্রিকেট ডিরেক্টর অ্যান্ডি হুরি বলেছেন, বাবর ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে, এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। আমার বিশ্বাস সে গত আসরের মতো এবারও সমারসেটের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারবে।
বাবরের প্রশংসা করে অ্যান্ডি হুরি আরও বলেছেন, বাবর আজম দুর্দান্ত একজন খেলোয়াড়, সে গত বছর আমাদের ক্লাবের হয়ে অসাধারণ
পারফরম্যান্স করেছে। আমরা বাবরকে আমাদের নিজস্ব ক্রিকেটার হিসাবে বিবেচনা করি। আমাদের সমর্থকরাও তাকে ভালেরাবাসে।
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম বলেছেন, আমি গত বছর সমারসেটের হয়ে খুব স্বাচ্ছন্দে খেলতে পেরেছি। আশা করছি আবারও সেই ক্লাবে খেলার সুযোগ পেলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারব।
বিগ ব্যাশের গত আসরে ৫২.৫৪ গড়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ৫৭৮ রান সংগ্রহ করেন বাবর আজম।
পাকিস্তানের এ তারকা ক্রিকেটার আন্তর্জাতিকে ২৯টি টেস্ট,৭৪টি ওয়ানডে আর ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ৮৭৫ রান সংগ্রহ করেছেন।
গত দুই বছরে পাকিস্তানের হয়ে ধারাবাহিক রান করে যাচ্ছেন বাবর। যে কারণে অনেকেই বলছেন, ভারতের মতো বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে একটা সময় কোহলিকেও ছাড়িয়ে যাবেন বাবর আজম।
সূত্র: ক্রিকেট পাকিস্তান
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D