২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। গত দুই বছরে ধারাবাহিক পারফর্ম করেছেন তিনি। শুধু তাই নয়, গত দুই বছরে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন এই তারকা ব্যাটসম্যান।
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই একশ’টি সেঞ্চুরি করা কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সঙ্গে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় বিরাট কোহলির তুলনা করে থাকেন। অনেকে আবার বিরাট কোহলির সঙ্গেই তুলনা করেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাবর আজমকে।
সেই বাবরের চেয়েও সেরা ব্যাটসম্যান পাকিস্তান টিমে আছে? অবশ্য এমনটিই বলেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির সাবেক এই পেসার বলেছেন, হায়দার আলী ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাবর আজমের সমতুল্য বা তার চেয়েও ভালো ব্যাটসম্যান হতে পারে। কারণ সে খুব মেধাবী। তার দারুণ প্রতিভা রয়েছে এবং এর প্রতিফলন দেখা গেছে।
গত মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ঝড়ো ফিফটি করেন হায়দার আলী। ডানহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের সঙ্গে ১০০ রানের জুটি গড়ার পাশাপাশি ৩৩ বলে ৫টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন।
তরুণ এ ব্যাটসম্যান প্রসঙ্গে শোয়েব আখতার বলেছেন, আমি সবসময় বলি, আমাদের তরুণদের ব্যবহার করা উচিত। দেখুন হায়দার আলী সুযোগ পাওয়ার পর কী হলো! সে দুর্দান্ত খেলে হাফ সেঞ্চুরি করেছে।
সেই ম্যাচে ক্যারিয়ার সেরা ৮৬* রানের ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। হায়দার আলী ও হাফিজের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদেই সিরিজের শেষ ম্যাচে ৫ রানে জিতে দেশে ফেরে পাকিস্তান ক্রিকেট দল।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন হায়দার আলী। সেখানে প্রতিভার জানান দেয়ার পর আন্তর্জাতিক অভিষেকেও সামর্থ্যের ঝলক দেখালেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D