বাবর আজমদের সতর্ক করলেন মুশতাক আহমেদ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

বাবর আজমদের সতর্ক করলেন মুশতাক আহমেদ

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড সিরিজের আগে পাকিস্তানি ক্রিকেটারদের সতর্ক করলেন মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ঘরের মাঠে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে বিপজ্জনক অ্যাখ্যা দিয়েছেন।

মুশতাক আহমেদ বলেছেন, নিউজিল্যান্ড নিজেদের মাঠে একটি বিপজ্জনক দল। পাকিস্তানের জন্য এ সফরে প্রত্যাশিত ফল পাওয়া সহজ হবে না। বাবর আজমদের মানসিকভাবে চাঙ্গা থেকে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হ্যামিল্টন টেস্টে দুর্দান্ত খেলছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই টেস্টে অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫১৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

বল হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনাররা। তাদের গতির তোপে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅন এড়াতে নেমেও বিপর্যয়ে ক্যারিবীয়রা। তৃতীয় দিনের খেলা শেষে ১৮৫ রানে পিছিয়ে থাকা উইন্ডিজ শঙ্কিত ইনিংস পরাজয়ে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষ হলেই ১৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

আসন্ন এ সিরিজকে সামনে রেখে গত মাসেই নিউজিল্যান্ড পৌঁছায় পাকিস্তান ক্রিকেট দল। লাহোরে করোনা টেস্টে নেগেটিভ হওয়া পাকিস্তানের ১০ জন ক্রিকেটার নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। যে কারণে সিরিজের আগেই বড় ধাক্কা খেয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। করোনার সেই ধকল সামলিয়ে মাঠে আশানুরূপ পারফরম্যান্সের জন্য মুখিয়ে রয়েছেন বাবর আজমরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল