বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান: ইমরান তাহির

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান: ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বাবর আজম। সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত পারফরম্যান্সের সুবাদে গত বছরের শেষদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয় বাবর আজমকে। নিউজিল্যান্ড সফরের আগে চলতি মাসে পাকিস্তানের টেস্ট দলেরও নেতৃত্ব দেয়া হয় বাবরকে।

বাবর আজমের প্রশংসা করে দক্ষিণ আফ্রিকার তারকা লেগস্পিনার ইমরান তাহির বলেছেন, বাবর আজম বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সে যেভাবে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব নিয়েছে; আমার মনে হয় না তার ব্যাটিংয়ের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে।

চলতি বছরের শুরুতে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন ইমরান তাহির। তবে খেলে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট। বর্তমানে লাহোরের শাইনিং ক্রিকেট ক্লাবে তরুণদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির।

এ ক্লাবে কোচিংয়ের সময় ভালোমানের কোনো লেগস্পিনার খুঁজে পেয়েছেন কিনা- জানতে চাইলে ইমরান তাহির বলেন, ভালোমানের কিছু তরুণ রয়েছে, তবে সত্যি বলতে আমি তাদের সঠিক উপায়ে দেখতে পারিনি।

আগামী বছর পাকিস্তান সফরে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এ ব্যাপারে ইমরান তাহির বলেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফরে আসবে এটি একটি ভালো খবর। পাকিস্তানের জন্য বিশাল উৎসাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল