বাবর-হাফিজের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

বাবর-হাফিজের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক :
বৃষ্টিতেই ভেস্তে গেল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সেদিন টম ব্যান্টনের বিস্ফোরক ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।

তবে আজ মুগ্ধ করলেন পাক দলের অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজ।

রোববার ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে যায় পাকিস্তান। শুরুটা করেন বাবর আজম।

ফাখর জামানকে সঙ্গে নিয়ে ৫১ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৭২ রান তুলেন অধিনায়ক বাবর আজম। ইনিংসের নবম ওভারে এসে এই জুটিতে ভাঙন ধরান আদিল রশিদ। আদিল রশিদের বল লং অন দিয়ে বাউন্ডারি মারতে গিয়ে ব্যান্টনের হাতে ধরা দেন ফাখর।
৭২ রানের জুটিতে ফাখরের অবদান ২২ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৬ রান।

ফাখরকে হারিয়ে হাফিজের সঙ্গে জুটিবদ্ধ হন বাবর। এরই মধ্যে ৩৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি তুলে নেন বাবার।

বাবর-হাফিজ জুটিতেও কুঠারাঘাত করেন আদিল রশিদ। আউট হওয়ার আগে ৪৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৬ রান করে স্যাম বিলিংসের হাতে ধরা দেন বাবর। মোহাম্মদ হাফিজের সঙ্গী হন শোয়েব মালিক। ৩৬ বলে ৬৯ রানের টর্নেডো ইনিংস খেলেন হাফিজ। এতে ৫ বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার রয়েছে তার।

ইনিংসের এক বল বাকি থাকতে ইয়ন মরগ্যানের ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরেন অলরাউন্ডার হাফিজ। শোয়ব মালিকের ১৪ রানসহ ৪ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করে পাকিস্তান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল