২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক
আইপিএল চলাকালে ভারতে হাসপাতালে ভর্তি ছিলেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজের বাবা মোহাম্মদ গাউস।
হাসপাতালের বিছানায় শুয়েই ছেলে অনন্য সব কীর্তি দেখেছেন অটোচালক বাবা।
বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে জাতীয় দলে খেলবে। দেশের জন্য সেরাটা উজাড় করে দেবে।
বাবার সেই স্বপ্নও পূরণ করেছিলেন সিরাজ। ভারতের জার্সি গায়ে ২০১৭ সালে তিনটি টি–টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেন তিনি।
তবে ম্যান ইন ব্লুর জার্সিতে ছেলেকে বেশি দিন খেলে যেতে দেখার সৌভাগ্য হয়নি সিরাজের বাবার।
শুক্রবার হায়দরাবাদে তিনি মারা যান। ভারত দলের সঙ্গী হয়ে মোহাম্মদ সিরাজ এখন অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।
অস্ট্রেলিয়ায় বসে বাবার মৃত্যু সংবাদ পান সিরাজ। তাকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কিন্তু সিরাজ অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নেন। এমন মুহূর্তে দেশে ফিরলে কোয়ারেন্টিন ইস্যুতে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাবেন তিনি। তাই অস্ট্রেলিয়া থেকেই বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এমন সিদ্ধান্তের কারণ হিসাবে সিরাজ জানিয়েছেন, ক্রিকেটপাগল বাবার ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছেন তিনি। যে বাবা অটোরিকাশ চালিয়ে ছেলেকে ক্রিকেটার বানিয়েছেন। সেই বাবার শেষ ইচ্ছা পূরণেই অস্ট্রেলিয়া রয়েছে গেছেন তিনি।
সিরাজের এই ত্যাগকে শ্রদ্ধা জানাচ্ছেন সতীর্থরা।
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী টুইট করে লিখেছেন– ‘মোহাম্মদ সিরাজ অসাধারণ এক চরিত্র। এমন বিয়োগ ব্যথাকে সামলে নেয়ার যথেষ্ট ধৈর্যশক্তি রয়েছে তার। এই সফরে তার সফলতা কামনা করছি’।
তথ্যসূত্র: জি -নিউজ
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D