‘বার্সেলোনাকেও বদলাতে হবে’

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

‘বার্সেলোনাকেও বদলাতে হবে’

স্পোর্টস ডেস্ক :
বার্সেলোনার তারকা ফুটবলার আর্তুরো ভিদাল বলেছেন, বার্সেলোনার ভাবনা বদলাতে হবে, কারণ ফুটবল অনেক বদলে গেছে। দুর্বল পরিকল্পনা আর কম শক্তির দল গড়লে খেসারত দিতেই হয়, যেটা আমাদের দিতে হয়েছে।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলের বড় ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়ে যায় বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পর বার্সেলোনার অনেক কিছু পরিবর্তনের তাগিদ দিয়েছেন অনেকেই। সেই সুরে সুর মেলান বার্সেলোনার এই মিডফিল্ডার।

চ্যাম্পিয়ন্স লিগে বাজে পারফরম্যান্সের পর থেকেই অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনার। দলটির সেরা তারকা লিওনেল মেসি চাইছেন অন্য ক্লাবে চলে যেতে।

নতুন কোচ রোনাল্ড কোম্যান আসার পর থেকে আরও অনেকের চলে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভিদাল বলেছেন, বার্সেলোনা অতীতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো শীর্ষ পর্যায়ের ফুটবলের সঙ্গে যায় না। বর্তমানের ফুটবল মূলত শরীরনির্ভর, শক্তি ও গতির খেলা হয়ে গেছে। আর কৌশলগত সামর্থ্য এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। যে দলকে আমি বিশ্বসেরা মনে করি, তাদের ১৩ জন পেশাদার এবং বাকিসব তরুণ খেলোয়াড় থাকতে পারে না।

তিনি আরও বলেছেন, সব দলেই জায়গা পেতে লড়াই করার মতো ২৩ জন খেলোয়াড় থাকে। প্রতিদিন তারা উন্নতি করছে এবং আরও ভালো হয়ে উঠছে। তবে কোনো দল যদি ভাবে সব সময় ডিএনএর জোরে জিততে পারবে তারা, তাহলেই ভুলটা হবে।

ভিদাল বলেছেন, বার্সেলোনায় অনেক ভালো খেলোয়াড় আছে। মেসি আছে, যে নাম্বার ওয়ান এবং অন্য গ্রহের, কিন্তু তারও তো সাহায্য দরকার। দলের উন্নতি ঘটাবে এবং ভালো ফল বয়ে আনবে- এমন খেলোয়াড় মেসির প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল