বার্সেলোনা ডুবছে!

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

বার্সেলোনা ডুবছে!

স্পোর্টস ডেস্ক

যথার্থই বলেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান, ‘উল্টোপথে বিশাল পদক্ষেপ’। লা লিগায় ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খাওয়া বার্সেলোনা গত পরশু নবাগত কাদিজের কাছে ২-১ গোলে হেরে ইতিহাসের তলানির পথে বড় এক ধাপ এগিয়ে গেছে।

১০ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ মাত্র ১৪ পয়েন্ট। ১৯৮৭-৮৮ মৌসুমের পর লিগে এটাই তাদের সবচেয়ে বাজে শুরু। এরই মধ্যে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের (২৬) চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সা। অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব মোটে তিন পয়েন্টের! নিজেদের ভুলেই বার্সার এই দুর্গতি।

গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন হাস্যকর দুটি ভুল না করলে ২৯ বছর পর কাদিজের কাছে হারতে হতো না কাতালানদের। দুটি ভুলেরই সূত্রপাত নড়বড়ে রক্ষণ থেকে। প্রথম ভুলের সুযোগে আট মিনিটেই স্বাগতিক কাদিজকে এগিয়ে দেন জিমেনেজ।

৫৭ মিনিটে আত্মঘাতী গোলে বার্সার সমতায় ফেরার আনন্দে মিনিটচারেক পরেই ফের পানি ঢেলে দেন টের স্টেগেন। এবার ভুলটা করেন বক্স থেকে বেরিয়ে এসে বল ক্লিয়ার করতে গিয়ে। তার পা থেকে বল কেড়ে নিয়ে বার্সার সর্বনাশ নিশ্চিত করেন আলভারো নেগ্রেদো।

বার্সা ডুবেছে নিজেদের ভুলে।

আর রিয়াল মাদ্রিদ তিন ম্যাচের জয়খরা কাটিয়েছে প্রতিপক্ষ গোলকিপারের ভুলে। সেভিয়ার মাঠে রিয়াল জিতেছে ১-০ গোলে। গোলটি আত্মঘাতী। আরেক ম্যাচে ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে আতলেতিকো।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল