২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড এরনান ক্রেসপো মনে করেন, দলবদল নিয়ে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির যে সঙ্কট তৈরি হয়েছিল সেটি তিনি এড়াতে পারতেন। এজন্য এজেন্ট হিসেবে মেসির বাবা নয় পেশাদার কাউকে দরকার ছিল তার।
আর্জেন্টিনার পত্রিকা টিওয়াইসি স্পোর্টসকে শুক্রবার দেয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে মেসির এক সময়ের জাতীয় দলের সতীর্থ ক্রেসপো বলেছেন, সব পরিস্থিতি মিলে হোর্হে মেসির প্রতি সম্মান রেখেই বলছি, আমার কাছে মনে হয়েছে, এই পরিস্থিতিতে পাশে একজন পেশাদার কাউকে প্রয়োজন ছিল লিওনেল মেসির।
তিনি আরও বলেছেন, বাবার সঙ্গে কথা বলা আর পেশাদার একজন এজেন্টের সঙ্গে কথা বলা এক বিষয় নয়। এজেন্ট কখনও পারিবারিক বা এই জাতীয় বিষয় নিয়ে মাথা ঘামাবে না। এক্ষেত্রে আপনাকে পেশাদার হতে হবে।
দীর্ঘ ২০ বছর বার্সেলোনায় কাটার পরও সম্প্রতি ক্লাবের সঙ্গে মেসির সম্পর্কের সুতোয় টান পড়ে। যে কারণে ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বার্সেলোনা চুক্তি অনুসারে আগামী বছরের ৩০ জুনের আগে মেসিকে ছাড়তে রাজি নয়।
শুধু তাই নয়! মেসিকে জানিয়ে দেয়া হয়েছে, ক্লাব ছাড়তে হলে বার্সার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে ৭০ কোটি ইউরো। এত টাকা না থাকায় বাধ্য হয়েই আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ন্যুক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এ সুপারস্টার।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D