বালাগগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে চলন্ত ফ্যান পড়ে ৩ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

বালাগগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে চলন্ত ফ্যান পড়ে ৩ শিক্ষার্থী আহত

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি::

সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে ৩ জন ছাত্র আহত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকালে ১১ঘটিকার দিকে শ্রেণির কক্ষে পাঠদান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ১ম শ্রেণির শিক্ষার্থী জিত দাস ঈশান,শারাফাত হোসেন,ও শুভ দীপ দেবনাথ।

প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু জানান, ১ম শ্রেণিতে ক্লাস চলাকালীন সময় সকাল ১১.৩০ মিনিটের টার সময় এই দূর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে ৩জন শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হয়।

অভিভাবকদের দাবি, গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু জানান, কক্ষটি অনেক পুরনো ও জরাজীর্ণ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। দূর্ঘটনা এড়াতে এখন থেকে আর এই রুমে ক্লাস নেওয়া হবে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল