বালাগঞ্জে হাবিবুর রহমান হাবিব’র পক্ষ থেকে খাদ্য উপহার
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলা সদরের এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গণে হতদরিদ্র অসহায় পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আইনুর আহমদ রুমন, কুশিয়ারার কূল’র প্রকাশক হুসাইন আহমদ, সাবেক ছাত্রনেতা শাহিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমদ, বালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামবালাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক রাসেদ আলী, শরিফ আহমদ প্রমুখ।
এসময় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন গরিব অসহায় মানুষ মানবেতর জীবন যাপন করছেন। সুবিধা বঞ্চিত মানুষের দুর্যোগময় সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
তিনি সরকারের দেয়া নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে কাজ করার আহবান জানান। পাশাপাশি সমাজের অসহায়দের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।