১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪
বালাগঞ্জ প্রতিনিধি :ওরে নিপীড়িত,ওরে ভয়ে ভীত শিখে যা,আয়রে আয় দুঃখ জয়ের নবীন মন্ত্র সমবায় সমবায়। “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন হয়েছে।সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় সমবায় অফিস এর আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২ নভেম্বর) উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল হাসান, ও গীতা পাট করেন সমীর বরন রায়।
উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবতী এর সভাপতিত্বে নিরাপদের সভাপতি শাহাব উদ্দিন শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ ঊদ্দিন, প্রাণিসম্পদ কমকর্তা ডা: সালাউদ্দিন, মৎস্য কমকর্তা সঞ্জয় দেবনাথ, সমাজসেবা কমকতা জুয়েল আহমদ, যুব উন্নয়ন কতা এ কে এম আহাম্মদ ঊল্লা, পল্লী বিদুৎ এ জি এম আলাউল হক সরকার, পি আই ও কমকতা বিদুৎ কান্তি দাশ, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মো: মাসুক আহমদ,শিক্ষক আহমদ আলী, সাংবাদিক হেলাল আহমদ। শতাধিক সমবায়ী উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ সরকার বলেন,গত ৫ই আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ দেখেছি ,যে বাংলাদেশের প্রথম কথাই হচ্ছে বৈষম্যহীনতা।জাতী,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা। সমবায় বৈষম্য দূরীকরণের প্রথম ধাপ।এই সমবায় সমিতি হচ্ছে আপনাদের আত্নরক্ষার মাধ্যম। সমবায়ের মাধ্যমে দেশের আর্থিক,গ্রামীণ, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি সম্ভব।এর মাধ্যমে কর্মসংস্থান ও নতুন নেতৃত্ব সৃষ্টি সম্ভব।আপনারা সমবায়ের সাথে থেকে দেশের কল্যাণে কাজ করবেন বলে আমি মনে করি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D