১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
দিনকিাল ডেস্ক:: ভারতের ঝাড়খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।
বাসে ৫০ যাত্রী ছিল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝাড়খণ্ডের পাকুড়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলপিজি সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে দেওঘরগামী নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত যাত্রীদের রাঁচির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অন্যদের সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাস-ট্রাকের সংঘর্ষে দুটি গাড়ির একে অপরের ভেতরে ঢুকে যায়। গ্যাস কাটার দিয়ে বাস কেটে আহতদের উদ্ধার করা হয়। সম্ভবত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডারগুলো সুরক্ষিত ছিল।
তবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আরও প্রাণহানি ঘটার সম্ভাবনা ছিল।
এ দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে পর্যাপ্ত বন্দোবস্তের নির্দেশ দেন। পাশাপাশি টুইট করে মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানান।
জেলা প্রশাসন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এবিএ/০৬ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D